পুতিন-জিনপিংয়ে হঠাৎ বৈঠকের কারণ কি?
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৯, বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩০ অগ্রহায়ণ ১৪২৮

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আকস্মিকভাবেই তারা হঠাৎ আলোচনা করেছেন। বুধবার (১৫ ডিসেম্বর) এসব জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকের শুরুতে রুশ-চীন সম্পর্কের প্রশংসা করেন এই দুই বিশ্বনেতা। পুতিন এই সম্পর্ককে ২১ শতকে আন্তঃদেশ সহযোগিতার সঠিক উদাহরণ হিসেবে অভিহিত করেন।
এসময় ২০২২ সালের বেইজিং অলিম্পিকে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন পুতিন। আগামী ফেব্রুয়ারিতে জিনপিংয়ের সঙ্গে সশরীরে সাক্ষাতের পরিকল্পনাও তুলে ধরেন পুতিন।
বিষয়ঃ
বিশ্ব সংবাদ