অশ্রুজলে ফুটবলকে বিদায় বললেন কুন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৮, বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩০ অগ্রহায়ণ ১৪২৮

হার্ট সমস্যায় ক্যারিয়ার শেষ করে দিল আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

স্পোর্টস ডেস্ক : পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। বার্সেলোনায় এক আবেগঘন সংবাদ সম্মেলনে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে কান্নায় ভেঙে পড়েন ৩৩ বছর বয়সী ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি।


হার্ট সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন আগুয়েরো। বার্সার হয়ে প্রথম ম্যাচে ৪১ মিনিট পর মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন। সেই ঘটনার জেরেই অবসর নিয়েছেন তিনি।

গত জুনে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফার ফি তে বার্সেলোনায় মিশন শুরু করেন আগুয়েরো। ১০ কোটি ইউরো বাইআউট ক্লজে আগুয়েরোকে কিনেছিল বার্সেলোনা।


প্রায় এক দশক আগে সোয়ান সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগে অভিষেক হয়েছিল আগুয়েরোর। সে ম্যাচের ৬০ মিনিটে নেমে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমে জোড়া গোল করলেন তিনি।

বিষয়ঃ তারকা

Share This Article