গত বছরের তুলনায় ১৩ হাজার কোটির বেশি রাজস্ব আদায়!
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৩:১৮, বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩০ অগ্রহায়ণ ১৪২৮

রাজস্ব আদায়ে গতি ফিরেছে
স্টাফ রিপোর্টার: চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই সময়ে ১ লাখ ২৬৭ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
গত অর্থবছরের একই সময়ে ৮৭ হাজার ১৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়। গত বছরের তুলনায় এবার ১৩ হাজার ৭৩ কোটি টাকা বেশি আদায় করেছে এনবিআর।
এই পাঁচ মাসে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে আদায় হয় ৩৬ হাজার ৬০৫ কোটি টাকা। ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি ৯ দশমিক ৪ শতাংশ। এই সময়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আমদানি-রফতানি শুল্ক খাত থেকে।
এই খাত থেকে আদায় হয়েছে ৩৩ হাজার ৯৬৪ কোটি ৮২ লাখ টাকা। আমদানি-রফতানি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৫৬ শতাংশ।
আয়কর থেকে আদায় হয়েছে ২৯ হাজার ৬৯৭ কোটি ৫৬ লাখ টাকা। আয়কর খাতের প্রবৃদ্ধি ১৪ শতাংশ।
বিষয়ঃ
জাতীয় রাজস্ব বোর্ড
বাংলাদেশ