মোবাইল-ল্যাপটপে ‘মেড ইন বাংলাদেশ’!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:০৬, রবিবার, ২৯ মে, ২০২২, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

মোহাম্মাদ এনামুল হক এনা: দেশে উৎপাদিত মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি প্রযুক্তি পণ্যকে ‘মেড ইন বাংলাদেশ’, ‘মেক ইন বাংলাদেশ’, নাকি ‘অ্যাসেমব্লিং ইন বাংলাদেশ’ লেখা হবে তথ্যপ্রযুক্তি অঙ্গনে তা নিয়ে দীর্ঘদিন ধরে তর্ক-বিতর্ক চলে আসছে। তবে খাত সংশ্লিষ্টরা বলেছেন, ‘মেড ইন বাংলাদেশ’-ই হবে। অন্য কোনও কিছু বলার সুযোগ নেই।

 

জানা যায়, ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য নামে ডাকার জন্য সরকারের মৌলিক শর্ত ছিল— মোবাইল, ল্যাপটপ, ট্যাব ইত্যাদিতে স্থানীয়ভাবে ৩০ শতাংশ ভ্যালু অ্যাড করতে হবে। স্থানীয় শ্রমিক-কর্মী, বিদ্যুৎ, নিজেদের ভবন ইত্যাদিও এই ভ্যালু চেইনের অংশ। ফলে মেড ইন বাংলাদেশ বলাই যায়।

এ বিষয়ে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, দেশে মোবাইল ও ল্যাপটপ কারখানা তৈরির জন্য হাইটেক পার্ক করা হয়েছে। কর অবকাশ সুবিধাসহ ৯৪টি পণ্যের শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। আর যারা যন্ত্রাংশ রফতানি করছে, তারা ১০ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছে। তাই ‘অবশ্যই মেড ইন বাংলাদেশ পণ্য বলতে হবে। অন্য কিছু বলার কোনও সুযোগ নেই। ’

উল্লেখ্য, ওয়ালটন, স্যামসাং, নকিয়া, ভিভো, সিম্ফনি, আইটেল, টেকনো, ইনফিনিক্স, লাভা, লিনেক্স, অপো, রিয়েলমি, মাইসেল, ডিটিসি, ফাইভস্টার, উইনস্টার, শাওমি, প্রোটন ইত্যাদি মোবাইল দেশে তৈরি হচ্ছে।

Share This Article


নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান, ওআইসি ও আরব লীগ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যারা

দুই পুলিশ কমিশনার, পাঁচ এসপি ও এক ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আদম তমিজীকে রিহ্যাবে পাঠিয়েছে ডিবি

এ বছর নিপাহ ভাইরাসে ১০ জনের মৃত্যু

১৩ দেশে মার্কিন ‘নিষেধাজ্ঞার খড়গ’, যে কারণে নেই বাংলাদেশ

যারা আমাদের মানবাধিকার শেখায় তাদের মাস্টার বাংলাদেশ

সিলেট ১০ নম্বর কূপে তেলের সন্ধান

ইসিতে আপিল শুনানির শুরুতে প্রার্থিতা ফিরে পেলেন ৬ জন

সরকারি সেবা আরো সহজ করতে ‘৩৩৩ স্মার্টসাথী’

মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন আজ