স্মরণকালের সেরা বিজয়োৎসবে প্রস্তুত বাংলাদেশ !
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০১:০০, বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩০ অগ্রহায়ণ ১৪২৮

ফাইল ফটো
মোহাম্মাদ এনামুল হক এনা: চলতি ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিশেষ তাৎপর্যপূর্ণ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী একইসঙ্গে বিজয়ের ৫০ বছর হচ্ছে এদিন।
আর তাই স্মরণকালের সেরা বিজয়োৎসব উদযাপন করতে প্রস্তুত বাংলাদেশ।
এ বিজয়োৎসবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভুটানের সাবেক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুকসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিচ্ছেন।
স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী দেশ হিসেবে ভারত, রাশিয়া, মেক্সিকো, ভুটান এই ঐতিহাসিক কুচকাওয়াজে অংশ নিচ্ছে।
বিজয়োৎসবে অংশ গ্রহণের উদ্দেশ্যে ১৫ ডিসেম্বর থেকে বিদেশি অতিথিরা ঢাকায় আসতে শুরু করেছেন।
১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত এই স্মরণকালের সেরা বিজয়োৎসবে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অতিথিরা।