আইফোন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল গবেষকরা!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১১, রবিবার, ২৯ মে, ২০২২, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৯

সুইচ অফ থাকাকালীনও আইফোন ম্যালওয়ার আক্রমণের শিকার হতে পারে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

 জার্মানের একদল গবেষক তাদের রিপোর্টে জানায় আইফোনে থাকা স্মার্ট ফিচারের অপব্যবহার করে হ্যাকাররা। যেহেতু আইফোনের পাওয়ার অফ করলেও, তা পুরোপুরি কাজ করা বন্ধ করে না। এ ক্ষেত্রে চিপসেটসহ অন্যান্য বেশ কয়েকটি হার্ডওয়্যার কম পাওয়ারেও কাজ করা চালিয়ে যায়।

উদাহরণস্বরূপ বলা হয়েছে, আইফোন হারিয়ে গেলে তা যাতে সহজে খুঁজে বের করতে, ‘ফাইন্ড মাই নেটওয়ার্ক’ ফিচার নিয়ে আসা হয়েছিল। এ ফিচারটি ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে গেলেও, আইফোনকে সহজেই আবিষ্কার করতে সক্ষম এবং এমনটা করার জন্য চিপসেটসহ নির্দিষ্ট কয়েকটি হার্ডওয়ারের সাহায্য নিয়ে থাকে।

যেহেতু সুইচ অফ করা থাকলেও তা পুরোপুরি বন্ধ হয় না, তাই হ্যাকাররা সহজেই সেটিকে হ্যাক করতে পারে। এটি প্রমাণ করতে, গবেষকরা এমন একটি ম্যালওয়্যার তৈরি করেছেন, যা আইফোন বন্ধ থাকা অবস্থাতেও সক্রিয়ভাবে কাজ চালিয়ে যেতে পারে।

এ বিষয়ে জার্মানির ‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডার্মস্টাড’-এর গবেষকদের মন্তব্য, ফাইন্ড মাই নেটওয়ার্ক ফিচারের মাধ্যমে আইফোনের জিওলোকেশন বা ভূ-অবস্থান জানাতে ব্যবহৃত ব্লুটুথ চিপ, তার দ্বারা চালিত ফার্মওয়্যারকে ডিজিটালভাবে সাইন বা এনক্রিপ্ট করতে পারে না। অন্যদিকে চিপটির এ ঘাটতিকে কাজে লাগিয়েই গবেষকরা ডিভাইসে ম্যালওয়্যার প্রেরণ করতে পেরেছেন। যা আইফোনের অবস্থান ট্র্যাক করতে বা ডিভাইসটি বন্ধ থাকা অবস্থায় নতুন ফিচারগুলো ট্রিগার করতে অনুমতি দেয়।

Share This Article


নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক আজ

ইইউ প্রতিনিধিদের সঙ্গে কাল ইসির বৈঠক

স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ

এখনো ৬০ ফিলিস্তিনি নারী ইসরায়েলের কারাগারে বন্দী

ঢাকা-৫ ও ১৪ থেকে মনোনয়ন ফরম কিনলেন সৈয়দ ইবরাহিম

বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে: ইসি রাশেদা

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে : ইসি আলমগীর

দেশের প্রকৃত জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ 

নির্বাচনে অংশগ্রহণ: দুই নেতাকে বহিষ্কার বিএনপির!

বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ

একরামুজ্জামান ও আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

জাতীয় পার্টির প্রার্থী তালিকায় নেই রওশনপন্থিরা