বিএনপির কোনো ষড়যন্ত্র ও ঐক্য কাজে আসবে না: শামীম

বাংলাদেশ আওয়ামী লীগকে তিলে তিলে শক্তিশালী করে সংগ্রাম পরিষদ গড়ে তুলে বাংলাদেশকে স্বাধীন করেছেন বলে মন্তব্য করেছেন এনামুল হক শামীম।
শনিবার (২৮ মে) শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, বাংলাদেশের মানুষ মনে করেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। তাই পঞ্চমবারের মতো নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ শেখ হাসিনাকেই দেশের প্রধানমন্ত্রী বানাবেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগকে তিলে তিলে শক্তিশালী করে সংগ্রাম পরিষদ গড়ে তুলে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তাই বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এক অনুভূতির নাম। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন সারা বিশ্বে বাংলাদেশের পতাকা সম্মানের সঙ্গে পতপত করে ওড়ে। তাই দেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বেই বিশ্বাসী।