আবার চালু হচ্ছে খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৭, শনিবার, ২৮ মে, ২০২২, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯

বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’দুই বছর দুই মাস বন্ধ থাকার পর  আবার চালু হচ্ছে।

২৯ মে সকালে কলকাতা থেকে যাত্রা করে বন্ধন এক্সপ্রেস বেনাপোল হয়ে দুপুরে খুলনা পৌঁছাবে। দুপুরে খুলনা থেকে যাত্রা করে সন্ধ্যায় আবার কলকাতা যাবে।

 

২০১৭ সালের ১৬ নভেম্বর ‘বন্ধন এক্সপ্রেস’নামে আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। ট্রেনটির ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে।

করোনায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ‘বন্ধন এক্সপ্রেস’।

উল্লেখ্য, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।

Share This Article