সাবমেরিন ক্যাবলের সাহায্যে ভূমিকম্প মাপার প্রযুক্তি আবিষ্কার !

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১৫, শুক্রবার, ২৭ মে, ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯

যুক্তরাজ্যের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির একদল গবেষক দাবি করেছেন, তারা সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন, যেখানে সমুদ্রের তলদেশে থাকা সাবমেরিন বা ইন্টারনেট ক্যাবল ব্যবহার করে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা সম্ভব।

একইসাথে এই প্রযুক্তি সাহায্যে ভূমিকম্পের কেন্দ্রস্থলসহ বৈশ্বিক উষ্ণতার কারণে গভীর পানিতে প্রবাহের পরিবর্তনের তথ্যও জানা সম্ভব বলে দাবি করেন গবেষকরা।

 

গবেষণা দলের প্রধান ড. গিউসেপ্পি মাররা সম্প্রতি বিবিসিকে জানিয়েছেন, ইতোমধ্যেই তারা যুক্তরাজ্য এবং কানাডার সঙ্গে সংযুক্ত এটি অপটিক্যাল ফাইবার সংযোগে প্রযুক্তিটির পরীক্ষা চালিয়ে সফলতা পেয়েছেন, যেখানে ক্যাবলের সাথে যুক্ত বিশেষ সেন্সরের সাহায্যে তথ্য জানতে পারেন তারা।

এই গবেষণায় গুগলসহ এডিনবার্গ বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে এবং ইটালির একটি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে বলে জানান ওই গবেষক।

সমুদ্রের তলদেশে স্থায়ীভাবে কোনও সেন্সর বসানোটা অনেক খরচসাধ্য। গোটা বিশ্বে মাত্র অল্প কয়টা বসানো আছে।

অন্যদিকে, মোট আট লাখ মাইল দৈর্ঘের সাবমেরিন ক্যাবল রয়েছে। সেখানে সহজেই ক্যাবলের সাথে এই প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্পের ঢেউয়ের গতিপ্রকৃতিসহ আরও অনেক তথ্য জানা যাবে।

সমুদ্রের তলদেশের এই প্রযুক্তিকে যদি ভূপৃষ্ঠের সিসমিক সেন্সরের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে পুরো পৃথিবীর অভ্যান্তরীণ গঠন এবং চলমান গতিপ্রকৃতিও জানা যাবে বলে জানান ওই গবেষক।

Share This Article


সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ঢাবি বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

আজ পবিত্র আশুরা

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

‘পত্রপত্রিকা কী লিখল সেটা দেখে নার্ভাস হওয়ার কিছু নেই’

জেলখানায় থাকা আসামিদের বিরাট অংশ মাদকে আসক্ত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আর্জেন্টিনার ইতিহাস গড়া জয়, কোপার শিরোপা মেসিদের

তিস্তা প্রকল্পের কাজ ভারতেরই করা উচিত: প্রধানমন্ত্রী