রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, স্বামী আটক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫৭, বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩০ অগ্রহায়ণ ১৪২৮

ইলমা চৌধুরী মেঘলা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে তার স্বামী স্বামী কানাডা প্রবাসী ইফতেখারকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বনানীতে স্বামীর বাসায় তার মৃত্যু হয়। মেঘলার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষ এটাকে আত্মহত্যা বললেও মেঘলার পরিবার এটি হত্যা বলছেন।

তিনি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। মেঘলার বাবার নাম সাইফুল ইসলাম চৌধুরী। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

বনানী থানার অফিসার ইনচার্জ নুরে আজম মিয়া বলেন, ওসি নিহতের শরীরে ‘প্রচুর’ আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছেন।

কীভাবে মৃত্যু হলো জানতে চাইলে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠিয়েছি। প্রতিবেদন পেলে বলা যাবে।

মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা বনানী থানার এসআই সালাউদ্দীন মোল্লা বলেন, পুলিশ সন্ধ্যায় হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।

নিহতের খালু মো. ইকবাল বলেন, কানাডাপ্রবাসী ইফতেখারের সঙ্গে মেঘলার বিয়ে হয় ৫-৬ মাস আগে। বিয়ের পর থেকেই বনানীতে শ্বশুরবাড়িতে থাকতেন। তবে তার স্বামী কানাডাতেই ছিলেন। তিন থেকে চার দিন আগে ইফতেখার দেশে ফেরেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে মেঘলার মাকে ফোন করে তার শ্বাশুড়ী জানান মেঘলা অসুস্থ। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হচ্ছে। তার মাকেও হাসপাতালে আসতে বলেন শ্বাশুড়ী। খবর পেয়ে মেঘলার মা ও আমরা কয়েক স্বজন হাসপাতালে এসে শুনি তার মৃত্যু হয়েছে।

পরে স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Share This Article