আর্জেন্টাইন স্ট্রাইকারের বাজিমাত

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৮, বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আগে রিভার প্লেটের হয়ে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন তরুণ আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। 

২২ বছর বয়সী তারকার জাদুতে কোপা লিবার্তোদোসের ম্যাচে তার দল জিতেছে ৮-০ গোলে। 

গত মৌসুমে আলভারেজ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ২১ গোল করেছিলেন। পেপ গার্দিওয়ালার নজরে পড়ায় তাকে দলে ভেড়াতে দেরি করেনি ম্যানসিটি। ১৪ মিলিয়ন ইউরো দিয়ে গত জানুয়ারির দলবদলের সময় চুক্তি করে রাখে। এরপর রিভার প্লেটেই ধারে ছিলেন তিনি। 

 চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। এর মধ্যে বুধবার রাতেই করেছেন ছয় গোল। রিভার প্লেটের প্রথম ফুটবলার হিসেবে ছয় গোল করার কীর্তি গড়েছেন। কোপা লিবার্তোদোসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ছয় গোলের রেকর্ড গড়েছেন। 

এবার নতুন মৌসুম সামনে রেখে স্কাই ব্লুজ শিবিরে যোগ দেবেন সার্জিও আগুয়েরোর উত্তরসূরী আলভারেজ। আর্লিং হ্যালন্ড দলে যোগ দেওয়ায় দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলতে হবে তাকে। ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাব ধারে তাকে দলে নিতে আগ্রহী। তবে ম্যানসিটি তাকে ধারে ছাড়বে না। বরং মূল দলের সঙ্গে রেখে প্রস্তুত করায় মনোযোগ দিচ্ছে।

বিষয়ঃ তারকা

Share This Article


কোপা ফাইনালের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে ৪ জন, নেই তারকা খেলোয়াড়

কোপা ফাইনাল: ডি মারিয়ার সঙ্গে শেষদিন হতে পারে মেসিরও

ফাইনাল নিয়ে ‘চাপ’ নেই, শান্ত আছেন মেসি

সাকিব-আফ্রিদিদের ‘এলিট ক্লাবে’ স্টোকস

বিয়ের পিঁড়িতে বসেছেন রিশাদ হোসেন, পাত্রী কে

‘বিশ্বকাপ শেষেই বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল’

সর্বকনিষ্ঠ গোলদাতা ফুটবলার ইয়ামাল

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, জানাল বিসিসিআই

উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া

দাপুটে জয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

সিরিজে এগিয়ে যাওয়ার মিশন ভারত ও জিম্বাবুয়ের