আর্জেন্টিনা ও ব্রাজিলে কমেছে সোয়াবিন তেলের দাম

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলে সোয়াবিন তেলের দাম কমেছে। গত ২৮ এপ্রিল দেশ দু’টিতে সোয়াবিন তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়। সরবরাহ বাড়ার কারণে এ দুই দেশে তেলের দাম কমেছে ৯ শতাংশ। মঙ্গলবার এসপি গ্লোবাল অনলাইন এ খবর জানিয়েছে।
এসএন্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের তথ্য অনুযায়ী, গত ২৩ মে আর্জেন্টিনা ও ব্রাজিলে সোয়াবিন তেলের মূল্য যথাক্রমে ৮ দশমিক ৬ শতাংশ ও ৮ দশমিক ৩ শতাংশ কমেছে।
গত কয়েক সপ্তাহে করোনা ভাইরাস সম্পর্কিত লকডাউনের কারণে চীনের সোয়াবিন তেল আমদানি কমেছে। আর বিশ্বে ভোজ্য তেলের বৃহত্তম ক্রেতা ভারত উৎপাদন বাড়ানোর মাধ্যমে নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে।
এছাড়াও, পণ্যটির বৈশ্বিক শীর্ষ উৎপাদক এবং রপ্তানিকারক ইন্দোনেশিয়া থেকে পাম তেল সরবরাহের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার কারণে সাধারণভাবে আমদানিকারকরা আরও রক্ষণশীল অবস্থান গ্রহণ করছেন।
এপ্রিলের শেষের দিকে পাম তেল ও আরও কিছু পণ্যের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্দোনেশিয়া, ২৩ মে সেসব নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। এসব কারণে ব্রাজিল ও আর্জেন্টিনায় সোয়াবিন তেলের দাম কমতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।