কটূক্তির প্রতিশোধ নিতে টেক্সাসের স্কুলে হামলা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২১, বুধবার, ২৫ মে, ২০২২, ১১ জ্যৈষ্ঠ ১৪২৯

অনলাইন ডেস্ক:
টেক্সাসের স্কুলে হামলার আগে সাবেক এক সহপাঠীকে বন্দুক ও গোলাবারুদের ছবি পাঠিয়েছিল সালভাদর রামোস। ওই সহপাঠী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম সিএনএনকে তিনি জানিয়েছেন, নিজের পোশাক এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য রামোসকে অন্যদের কটূক্তির শিকার হতে হয়েছিল। একপর্যায়ে ক্লাসে তার উপস্থিতি কমে যায়। পরে স্কুল থেকেই ছিটকে পড়েন। এসব কারণেই তিনি এই নৃশংসা ঘটান রামোস।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহপাঠী আরও জানান, তিনি রামোসের কিছুটা ‘ঘনিষ্ঠ’ ছিলেন। রামোস মাঝেমধ্যেই তাকে একসঙ্গে ভিডিও গেমস দেখার কথা বলত। মঙ্গলবারের টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে হামলার কয়েক দিন আগে সাবেক সহপাঠীকে নিজের কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ভর্তি একটি ব্যাগের ছবি পাঠিয়েছিলেন তিনি।

ওই সহপাঠী বলেন, সে আমাকে মেসেজ দিত। চার দিন আগে তার নিজের ব্যবহৃত এআর-এর একটি ছবি পাঠায়। সঙ্গে ৫.৫৬ রাউন্ড ভর্তি একটি ব্যাকপ্যাক। আমার মনে হলো- তার কাছে এসব কেন? আর তার মনোভাব ছিল এমন যে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

নিজের স্নাতক সম্পন্ন হওয়ার পর রামোসের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন তার এই সাবেক সহপাঠী। কিন্তু রামোস মাঝেমধ্যেই তাকে ভিডিও গেম খেলার জন্য টেক্সট করত।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রব এলিমেন্টারি স্কুলে হামলার মাত্র তিন দিন আগে ইনস্টাগ্রামে দুটি এআর১৫ রাইফেলের ছবি পোস্ট করেছিল সে। একটি স্টোরি হিসেবে ছবিটি পোস্ট করা হয়েছিল। তার একাধিক সাবেক সহপাঠী নিশ্চিত করেছে, অ্যাকাউন্টটি সন্দেহভাজন বন্দুকধারী সালভাদর রামোসেরই ছিল।

এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, ১৮ বছরের রামোস একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে শেষ পর্যন্ত পুলিশের গুলিতে সে নিজেও নিহত হয়েছেন।

Share This Article


ইরাকে বোমা-বন্দুক হামলায় প্রাণ গেল ১০ জনের

নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বললেন এরদোগান

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন

আলোচিত দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের অবশ্যই বিচার হতে হবে: এরদোয়ান

মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩, ভবনের সবাই ছিলেন বাংলাদেশি

মুক্তি পেল আরও ৩০ ফিলিস্তিনী, যুদ্ধবিরতি বাড়ানোর ইঙ্গিত

এখনো ৬০ ফিলিস্তিনি নারী ইসরায়েলের কারাগারে বন্দী

সৌদিতে একসঙ্গে দুই চাকরির অনুমতি

ফিলিস্তিনি বন্দিদের ন্যূনতম চিকিৎসাও করেনি ইসরায়েল

বিপাকে মিয়ানমারের জান্তা, ইয়াঙ্গুনে চীনের যুদ্ধজাহাজ