বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন সূচকে বাংলাদেশের ৩ ধাপ উন্নতি!

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) তৈরি বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক-২০২১ এ তিন ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। সূচকে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১০০তম স্থানে রয়েছে।
২৪মে ডব্লিউইএফ ‘দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২১ : রিবিল্ডিং ফর এ সাসটেইনেবল অ্যান্ড রিজিলিয়েন্ট ফিউচার’ শীর্ষক এক প্রতিবেদনে এই সূচক প্রকাশ করেছে।
দেশগুলোর ভ্রমণ ও পর্যটন শিল্পের উন্নয়ন, টেকসই ব্যবস্থা এবং নিরাপত্তা ও স্থিতিস্থাপকতার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে।
দক্ষিণ এশিয়ায় সূচকে বাংলাদেশের উন্নতি হলেও প্রতিবেশি ভারতের অবনতি হয়েছে ৮ ধাপ। দেশটি ৪৬ থেকে নেমেছে ৫৪তম স্থানে। শ্রীলঙ্কা ৭৪, পাকিস্তান ৮৩ ও নেপাল ১০২ তম অবস্থানে আছে।
উল্লেখ্য, সূচকে সবার শীর্ষে জাপান, ২য় আমেরিকা, ৩য় স্পেন, ৪র্থ ফ্রান্স,৫ম জার্মানি এবং তলানিতে রয়েছে আফ্রিকার দেশ চাদ (১১৭তম)। জায়গা পায়নি আফগানিস্তান, ভূটান এবং মালদ্বীপ।