প্রথমবারের মতো ভারত থেকে এলো তেঁতুলের বিচি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৮, মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

দেশের বাজারে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তেঁতুল বিচি আমদানি শুরু হয়েছে। ভারতের তামিলনাড়ু ও উড়িষ্যাসহ বিভিন্ন রাজ্য থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে।

 

চট্টগ্রামের ইকবাল ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব তেঁতুলের বিচি আমদানি করছে।

সোমবার (২৩ মে) বিকেলে ভারত থেকে তেঁতুলের বিচিবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। পরে আরও একটি তেঁতুলের বিচিবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।

কয়েল তৈরি ও কীটনাশক কারখানায় কাঁচামাল হিসেবে চাহিদা থাকায় ভারত থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি।

হিলি কাস্টমসের তথ্যমতে, সোমবার (২৩ মে) হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্টিক টন তেঁতুলের বিচি আমদানি হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হায়াত মোহাম্মদ শেরেকুল বলেন, এসব তেঁতুলের বিচি কয়েল কারখানা ও কীটনাশক কারখানায় কাঁচামাল হিসেবে আমদানি হচ্ছে। এর আগে এসব তেঁতুলের বিচি অন্যান্য দেশ থেকে আমদানি হলেও বর্তমানে ভারতের তামিলনাড়ু থেকে আমদানি করা হচ্ছে। দেশের কোম্পনিগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে এসব তেঁতুলের বিচির।

তেঁতুলের বিচি ভারতীয় ট্রাক থেকে অনলোড করার সময় বন্দরের কয়েকজন শ্রমিক বলেন, যখন শুনলাম তেঁতুলের বিচি অনলোড করতে হবে তখন একটু অবাক হলাম। অবাক হবারই কথা, ভারত থেকে আমদানি হচ্ছে তেঁতুল বিচি! যদিও দেশের মানুষ তেঁতুল খাওয়ার পর বিচি ফেলে দেয়। দেশে যার নেই কোনো মূল্য, সেই তেঁতুলের বিচি প্রথমবারের মতো ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।

Share This Article


‘রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে’

‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের আইনের আওতায় আনা হবে’

চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী

তালিকা হচ্ছে গা-ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের

আত্মগোপনে বিএনপি নেতা-কর্মীরা

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি: আরেফিন সিদ্দিক

আন্দোলনকারীদের থেকে ইতিবাচক বার্তা পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নিজগৃহে অবস্থানের অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

‘কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ