রির্জাভে চাপ কমাতে রেমিট্যান্সে প্রণোদনা বৃদ্ধি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৬, মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

রপ্তানির তুলনায় অধিক পরিমাণে আমদানি বাড়ায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে গতি কমেছে। এতে চাপ বেড়েছে রিজার্ভের উপর। তাই রিজার্ভের উপর চাপ কমাতে নানামুখী উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। সে উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছে।

বিশেষ করে, রেমিট্যান্সে প্রণোদনা পেতে শর্ত শিথিলতা, বিলাস পণ্যের আমদানি বন্ধ, বিদেশি ভ্রমণের শর্তারোপ এবং আমদানি বিল পরিশোধের সীমা বৃদ্ধি অন্যতম। এছাড়া আসছে বাজেটে রেমিট্যান্সে প্রণোদনার হার বাড়ানো নিয়েও ভাবছে সরকার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থমন্ত্রীও এরকম ইঙ্গিত দিয়েছেন। সেখানে পদকপ্রাপ্ত এক প্রবাসীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘রেমিট্যান্সে প্রণোদনা বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এ হার আরও বাড়ানোর প্রস্তুতি চলছে। রেমিট্যান্স যেন দেশে আসে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশের উন্নয়নে কাজে লাগবে।

এদিকে ২৩ মে রিজার্ভের মওজুদ বাড়ানোর অংশ হিসেবে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের বিদেশ থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে দেশের আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা জানায়, এখন থেকে কোন ধরনের কাগজপত্র ছাড়াই প্রবাসীরা ২ দশমিক ৫০ শতাংশ হারে প্রণোদনা পাবেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হুন্ডিতে রেমিট্যান্স পাঠালে বেশি টাকা পাওয়া যায়। সে জায়গায় সরকার আরও কিছু প্রণোদনা দিয়ে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে পারে। এতে রেমিট্যান্স বাড়লে দেশের অর্থনীতি উপকৃত হবে। রিজার্ভের ওপর চাপ কমবে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার মধ্যে  প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবাহ বৃদ্ধি পেয়েছিল। সেই ধারায় ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আসে ২৪ বিলিয়ন ডলারেরও বেশি। এতে ফুলে-ফেঁপে ওঠে দেশের রিজার্ভ। প্রথমবারের মতো রিজার্ভ ছাড়ায় ৪৮ বিলিয়ন ডলারে। কিন্তু করোনা কমে আসার সঙ্গে রেমিট্যান্স পাঠানোর হার কমতে থাকে। পাশাপাশি আমদানি বাড়ায় চাপ বেড়েছে রিজার্ভে। তাই রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে নগদ প্রণোদনা বাড়ানোর কথা ভাবছে সরকার।

Share This Article


চীনের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ

সিলেট ও রশিদপুরে কূপ খননে কাজ পেলো চীনা প্রতিষ্ঠান

রাজস্ব আদায়ের নতুন মাইলফলক ঢাকা দক্ষিণ সিটির

প্রথমবারের মতো লজিস্টিকস নীতি প্রণয়ন, গুরুত্ব পেয়েছে নৌ খাত

আদানির বিদ্যুৎকেন্দ্রের ১ ইউনিট চালু, সরবরাহ হচ্ছে ৭০২ মেগাওয়াট

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

কমেছে সোনার দাম

ব্যাংক হলিডে সোমবার, বন্ধ থাকবে পুঁজিবাজারও

বড় ঋণের অনুমোদন দিল বিশ্বব্যাংক, বাংলাদেশের জন্য ‘গেম চেঞ্জার’

বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

রিজার্ভে যোগ হলো আরো দুই বিলিয়ন ডলার

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)

সার্কভুক্ত দেশকে নিজস্ব মুদ্রা বিনিময়ের সুবিধা দেবে ভারত