রির্জাভে চাপ কমাতে রেমিট্যান্সে প্রণোদনা বৃদ্ধি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৬, মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

রপ্তানির তুলনায় অধিক পরিমাণে আমদানি বাড়ায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে গতি কমেছে। এতে চাপ বেড়েছে রিজার্ভের উপর। তাই রিজার্ভের উপর চাপ কমাতে নানামুখী উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। সে উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছে।

বিশেষ করে, রেমিট্যান্সে প্রণোদনা পেতে শর্ত শিথিলতা, বিলাস পণ্যের আমদানি বন্ধ, বিদেশি ভ্রমণের শর্তারোপ এবং আমদানি বিল পরিশোধের সীমা বৃদ্ধি অন্যতম। এছাড়া আসছে বাজেটে রেমিট্যান্সে প্রণোদনার হার বাড়ানো নিয়েও ভাবছে সরকার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থমন্ত্রীও এরকম ইঙ্গিত দিয়েছেন। সেখানে পদকপ্রাপ্ত এক প্রবাসীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘রেমিট্যান্সে প্রণোদনা বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এ হার আরও বাড়ানোর প্রস্তুতি চলছে। রেমিট্যান্স যেন দেশে আসে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশের উন্নয়নে কাজে লাগবে।

এদিকে ২৩ মে রিজার্ভের মওজুদ বাড়ানোর অংশ হিসেবে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের বিদেশ থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে দেশের আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা জানায়, এখন থেকে কোন ধরনের কাগজপত্র ছাড়াই প্রবাসীরা ২ দশমিক ৫০ শতাংশ হারে প্রণোদনা পাবেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হুন্ডিতে রেমিট্যান্স পাঠালে বেশি টাকা পাওয়া যায়। সে জায়গায় সরকার আরও কিছু প্রণোদনা দিয়ে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে পারে। এতে রেমিট্যান্স বাড়লে দেশের অর্থনীতি উপকৃত হবে। রিজার্ভের ওপর চাপ কমবে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার মধ্যে  প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবাহ বৃদ্ধি পেয়েছিল। সেই ধারায় ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আসে ২৪ বিলিয়ন ডলারেরও বেশি। এতে ফুলে-ফেঁপে ওঠে দেশের রিজার্ভ। প্রথমবারের মতো রিজার্ভ ছাড়ায় ৪৮ বিলিয়ন ডলারে। কিন্তু করোনা কমে আসার সঙ্গে রেমিট্যান্স পাঠানোর হার কমতে থাকে। পাশাপাশি আমদানি বাড়ায় চাপ বেড়েছে রিজার্ভে। তাই রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে নগদ প্রণোদনা বাড়ানোর কথা ভাবছে সরকার।

Share This Article

মহামারি রূপ নিতে পারে নিপাহ ভাইরাস, কাঁচা রসে নিষেধাজ্ঞা

ইসির সঙ্গে বৈঠকে সেনা কর্মকর্তারা

পেঁয়াজের দাম নিয়ে কারসাজি, জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে ১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে

কুমিল্লার মুরাদনগরে জনপ্রিয় হচ্ছে মরুর ফল সাম্মাম চাষ

টাঙ্গাইলের মধুপুর গড়ে গ্রামীণ জনপদে মাসকলাই চাষ

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

৪০ আসনে ছাড় চায় জাতীয় পার্টি, থাকতে পারবে না স্বতন্ত্র প্রার্থীও

পেঁয়াজ ইস্যুতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বোয়িং বিক্রির প্রস্তাব পিটার হাসের, বাংলাদেশ চায় নিউইয়র্ক ফ্লাইট