হজযাত্রা সহজ করতে ৯ নির্দেশনা

হজযাত্রা নির্বিঘ্নে করতে ৯ দফা নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ১৭ মে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পর্যালোচনাসভায় এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনার মধ্যে রয়েছে-
এক, হজযাত্রী পরিবহনে সম্ভাব্য সব ফ্লাইট ডেডিকেটেড হতে হবে। কোনোভাবেই যাতে ফ্লাইট বিপর্যয় না হয়, সে বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
দুই, হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে সব এয়ারলাইন্সকে ‘রুট-টু-মক্কা ইনিশিয়েটিভ’র বাধ্যবাধকতা অনুসরণ করতে হবে।
তিন, হজ ক্যাম্পেই সব ইমিগ্রেশন শেষ করার ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রয়োজনীয়সংখ্যক বুথ নিশ্চিত এবং বিশেষ প্রয়োজনে ব্যবহারের জন্য অতিরিক্ত হিসেবে বিমানবন্দরে দুটি বুথ স্থাপন করতে হবে।
চার, সুষ্ঠুভাবে ইমিগ্রেশন শেষের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজযাত্রীদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে অগ্রিম সরবরাহ করতে হবে।
পাঁচ, হজযাত্রীদের কোভিড পরীক্ষার জন্য আরটি-পিসিআর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবা বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।
ছয়, হজযাত্রীদের করোনা টিকা গ্রহণসংক্রান্ত ‘সুরক্ষা অ্যাপ’-এ রক্ষিত তথ্য পেতে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে সহজলভ্য করতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ প্রয়োজনীয় সহায়তা দেবে।
সাত, হজযাত্রীদের যাতে কোনো ধরনের কষ্ট না হয়, সে লক্ষ্যে হজ ক্যাম্পে সব সেবা দেওয়া প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক সেবাদান কার্যক্রম নিশ্চিত করতে হবে।
আট, এয়ারপোর্ট থেকে হজ ক্যাম্পে যাতায়াতের রাস্তা সচল ও বাধাহীন রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নয়, চলতি বছরের হজ ব্যবস্থাপনা কার্যক্রম সফলভাবে শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
এই নির্দেশনাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ ছাড়াও বিভিন্ন দপ্তর ও সংস্থায় পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।