দোনবাসে গণহত্যা অব্যাহত রেখেছে রাশিয়া: জেলেনস্কি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৬, মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দোনবাসে রাশিয়ার সেনারা গণহত্যা অব্যাহত রেখেছে। তারা ওই অঞ্চলের জীবিত সবকিছুকেই ধ্বংস করার চেষ্টা করছে।

জেলেনস্কির দাবি, দোনবাসে রাশিয়ার সেনারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা আর কেউ কখনও করতে পারেনি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা ইউক্রেনে অভিযান শুরু করে। এখন পর্যন্ত বন্দরনগরী মারিউপোলসহ বেশ কয়েকটি এলাকার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

দোনবাসও রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর  মধ্যে অন্যতম। এ পর্যন্ত ওই এলাকাটি বেশ কয়েকটি বড় হামলার খবর পাওয়া গেছে।

সূত্র: বিবিসি

Share This Article