দোনবাস অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে

অনলাইন ডেস্ক:
দোনবাস অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। এরমধ্যে রাশিয়ার সেনারা দোনবাসের সেভারদোনেৎস্ক অঞ্চলে পৌঁছে গেছে। আর ইউক্রেন দাবি করেছে দোনবাসে ভয়ানক ‘স্ক্রচড আর্থ’ কৌশল ব্যবহার করছে রুশ বাহিনী।
স্ক্রচড আর্থ একটি সামরিক কৌশল। এ কৌশলে শত্রু পক্ষের যা আছে তার সবই ধ্বংস করে দেওয়া হয়। এমনকি যদি শুধু মনে করা হয় কোনো জিনিস শত্রু পক্ষের কাজে লাগবে বা কাজে লাগাতে পারবে সেটিও ধ্বংস করে দেওয়া হয়। মানে এক কথায় সব ধ্বংস করে দেওয়া হয়।
রাশিয়া দোনবাসে এখন এই ভয়ানক কৌশলই ব্যবহার করছে এমনটি দাবি করেছেন লুহানেস্কের গর্ভনর সেরহি হাইদাই।
সেরহি হাইদাই রোববার বলেছেন, রুশ সেনারা বিধ্বংসী স্ক্রচড আর্থ কৌশল ব্যবহার করছে।
তিনি বলেন, তারা সেভারদোনেৎস্ককে পৃথিবীর বুক থেকে মুছে দিচ্ছে।
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া দোনবাসে অবিবেচকের মতো অব্যহতভাবে বোমা হামলা চালাচ্ছে। তিনি বলেছিলেন, দোনবাসকে ‘জাহান্নামে’ পরিণত করেছে রুশ বাহিনী।
লুহানেস্কের গর্ভনর সেরহি হাইদাই আরও বলেছেন, লুহানেস্কে রাশিয়ার সেনার অনেকগুলো শহর দখল করেছে। তারা নির্বিচারে ২৪ ঘণ্টা বোমা হামলা চালাচ্ছে এবং খারকিভ থেকে আরও সেনাদের নিয়ে এসেছে।
তিনি আরও জানিয়েছেন, সেভারদোনেৎস্কে এখন শুধুমাত্র একটি হাসপাতালই অবশিষ্ট আছে। যেখানে তিনজন ডাক্তার সেবা দিচ্ছেন।
এদিকে রোববার রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় তারা দোনবাসে অস্ত্রের চালানের ওপর হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে। তাছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ড পোস্ট লক্ষ্য করেও হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া।
সূত্র: আল জাজিরা