দোনবাস অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৩, সোমবার, ২৩ মে, ২০২২, ৯ জ্যৈষ্ঠ ১৪২৯

অনলাইন ডেস্ক:
দোনবাস অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। এরমধ্যে রাশিয়ার সেনারা দোনবাসের সেভারদোনেৎস্ক অঞ্চলে পৌঁছে গেছে। আর ইউক্রেন দাবি করেছে দোনবাসে ভয়ানক ‘স্ক্রচড আর্থ’ কৌশল ব্যবহার করছে রুশ বাহিনী।

স্ক্রচড আর্থ একটি সামরিক কৌশল। এ কৌশলে শত্রু পক্ষের যা আছে তার সবই ধ্বংস করে দেওয়া হয়। এমনকি যদি শুধু মনে করা হয় কোনো জিনিস শত্রু পক্ষের কাজে লাগবে বা কাজে লাগাতে পারবে সেটিও ধ্বংস করে দেওয়া হয়। মানে এক কথায় সব ধ্বংস করে দেওয়া হয়।

রাশিয়া দোনবাসে এখন এই ভয়ানক কৌশলই ব্যবহার করছে এমনটি দাবি করেছেন লুহানেস্কের গর্ভনর সেরহি হাইদাই।

সেরহি হাইদাই রোববার বলেছেন, রুশ সেনারা বিধ্বংসী স্ক্রচড আর্থ কৌশল ব্যবহার  করছে।

তিনি বলেন, তারা সেভারদোনেৎস্ককে পৃথিবীর বুক থেকে মুছে দিচ্ছে।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া দোনবাসে অবিবেচকের মতো অব্যহতভাবে বোমা হামলা চালাচ্ছে। তিনি বলেছিলেন, দোনবাসকে ‘জাহান্নামে’ পরিণত করেছে রুশ বাহিনী।

লুহানেস্কের গর্ভনর সেরহি হাইদাই আরও বলেছেন, লুহানেস্কে রাশিয়ার সেনার অনেকগুলো শহর দখল করেছে। তারা নির্বিচারে ২৪ ঘণ্টা বোমা হামলা চালাচ্ছে এবং খারকিভ থেকে আরও সেনাদের নিয়ে এসেছে।

তিনি আরও জানিয়েছেন, সেভারদোনেৎস্কে এখন শুধুমাত্র একটি হাসপাতালই অবশিষ্ট আছে। যেখানে তিনজন ডাক্তার সেবা দিচ্ছেন।

এদিকে রোববার রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় তারা দোনবাসে অস্ত্রের চালানের ওপর হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে। তাছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ড পোস্ট লক্ষ্য করেও হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া।

সূত্র: আল জাজিরা

Share This Article


ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি!

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস।

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

৪৬ হাজার কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরাইল!

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

গুলিতে আমার কান ফুটো হয়ে গেছে: ট্রাম্প

গাজায় ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইদ্দত মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

তিন ক্রু নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তেই বেরিয়ে এলো লাশের পর লাশ