কৃষ্ণ সাগরে ফ্ল্যাগশিপ জাহাজ ওডেসায় পাঠাচ্ছে রাশিয়া

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:২২, সোমবার, ২৩ মে, ২০২২, ৯ জ্যৈষ্ঠ ১৪২৯

অনলাইন ডেস্ক:
ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবির পর  রাশিয়া তার নৌবহরে অ্যাডমিরাল মাকারভ যুদ্ধজাহাজ যোগ করে কৃষ্ণ সাগরে তাদের অবস্থান শক্তিশালী করছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

জাহাজটি ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দর ছেড়ে ওডেসার দিকে যাচ্ছে বলে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস এর আগে অধিকৃত ক্রিমিয়ার গোয়েন্দা সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে জানায় মস্কভা মিসাইল ক্রুজারের বদলে অ্যাডমিরাল মাকারভ ব্ল্যাক সি ফ্লিটের নতুন ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ হিসেবে কাজ করবে।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে মাকারভ ব্ল্যাক সি ফ্লিটে  প্রবেশের সঙ্গে সঙ্গে কৃষ্ণ সাগর থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বেড়েছে।

গত ১৪ এপ্রিল ইউক্রেনের ২টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেপচুন মস্কভা মিসাইল ক্রুজারে আঘাত হানার পর তা ডুবে যায়।

বিষয়ঃ রাশিয়া

Share This Article