যুক্তরাষ্ট্রে শিশুখাদ্যের তীব্র সংকট

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৩২, সোমবার, ২৩ মে, ২০২২, ৯ জ্যৈষ্ঠ ১৪২৯

শিশুখাদ্যের ভয়াবহ সঙ্কট চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। বাজার ঘুরেও মিলছে না শিশুদের জন্য দুধ ও ইন্সট্যান্ট ফুড। করোনা মহামারির পর রুশ-ইউক্রেন সংঘাতের কারণে কমে গেছে শিশুখাদ্য তৈরির কাঁচামালের সরবরাহ। জ্বালানি এবং আনুষাঙ্গিক দ্রব্যের দাম বাড়ায় প্রভাব পড়েছে শিশুখাদ্যের ওপর।

 

জানা গেছে,চলতি মাসের শুরুতেই চাহিদার অর্ধেকে নেমে আসে যোগান। বাজারে শিশুখাদ্য যাই আছে, তার দাম নাগালের বাইরে। ফলে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি।

শিশুখাদ্য না থাকায় আক্ষেপ করে মার্কিনীরা জানান, যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিতে পারেন না, তাদেরকে নির্ভর করতে হয় এই বেবিফুডের ওপর। বাজারের এই পরিস্থিতিতে আমরা কী অবস্থায় আছি একবার কল্পনা করুন।

এদিকে গেল দুই বছর ধরে করোনা মহামারির কারণে কাচামালের যোগান আর তৈরি শিশুখাদ্য সরবরাহে সঙ্কট ছিলোই। তার ওপর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানিসহ কাচামাল এবং আনুষাঙ্গিক পণ্যের দাম। এতে কমে গেছে শিশুখাদ্যের উৎপাদন। যার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে দেখা দিয়েছে হাহাকার।

রিপাবলিকান নেতা অ্যান্ডি হ্যারিস বলেন, সঙ্কটময় পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে সেটার জন্য খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ আছে। কিন্তু তারা কেন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? মানুষের ট্যাক্সের অর্থ তাহলে কী কাজে লাগলো? সঙ্কটের কারণে যে এরকম পরিস্থিতি হবে সেটা কেন তারা বুঝতে পারলো না।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানায়, গেল ফেব্রুয়ারিতে অ্যাবট নিউট্রিশন নামে একটি প্রতিষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৪ শিশু। এরপর বাজার থেকে প্রতিষ্ঠানটির সব খাবার প্রত্যাহার করা হয় । বন্ধ করে দেয়া হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কারখানাটি। এ কারণেই সৃষ্টি হয়েছে সঙ্কট।

এফডিএ কমিশনার ডা. রবার্ট ক্যালিফ বলেন, বৈশ্বিক কাচামালের সঙ্কটের পাশাপাশি যুক্তরাষ্ট্রে একটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এই সঙ্কট। আগামী সপ্তাহেই কারখানাটি চালু হবে। এর পাশাপাশি আমরাও কিছু উদ্যোগ নিয়েছি। আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।

Share This Article


ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি!

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস।

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

৪৬ হাজার কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরাইল!

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

গুলিতে আমার কান ফুটো হয়ে গেছে: ট্রাম্প

গাজায় ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইদ্দত মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

তিন ক্রু নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তেই বেরিয়ে এলো লাশের পর লাশ