অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন পশ্চিমবঙ্গের পিয়ালী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৩, সোমবার, ২৩ মে, ২০২২, ৯ জ্যৈষ্ঠ ১৪২৯

আন্তর্জাতিক ডেস্ক:
প্রথম বাঙালি নারী হিসেবে সাপ্লিমেন্টারি অক্সিজেনের সাহায্য ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন ভারতের পশ্চিমবঙ্গের পিয়ালী বসাক। এর আগে গত অক্টোবরে তিনি ভারতের প্রথম নারী পর্বতারোহী হিসেবে অক্সিজেনের সাহায্য ছাড়া ধৌলাগিরি শৃঙ্গ জয় করেছিলেন।

 

এবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করে অনন্য কৃতিত্বের অধিকারী হলেন পশ্চিমবঙ্গের চন্দননগরের মেয়ে পিয়ালী। 

রোববার সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি এভারেস্টের শীর্ষে পৌঁছান। এ সময় তিনি সাপ্লিমেন্টারি অক্সিজেনের সাহায্য নেননি। তার এই সাফল্যে খুশির জোয়ার বইছে রাজ্যজুড়ে।

এভারেস্ট জয়ের ক্ষেত্রে পিয়ালীর সবচেয়ে বড় বাধা ছিল আর্থিক দিক থেকে। পিয়ালী একটি প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার। এবারও এভারেস্ট অভিযানের প্রয়োজনীয় ৩৫ লাখ টাকার পুরো টাকা তিনি জোগাড় করতে পারেননি। শেষমেশ তার এজেন্সি বাকি ১২ লাখ টাকা দেয়। 

২০১৯ সালে বৈরি আবহাওয়ার জন্য এভারেস্ট অভিযানের মাঝপথ থেকে ফিরতে হয় তাকে। তখনই কিছু অভিযাত্রীর সঙ্গে তার কথা হয়। তারা অক্সিজেন ছাড়াই এভারেস্টে ওঠার পরিকল্পনা করছিলেন। তখনই পিয়ালী ঠিক করেন, অক্সিজেন ছাড়াই এভারেস্ট অভিযান করবেন।

গত ১ মে পিয়ালী বেস ক্যাম্পে পৌঁছান। ৫ মে পৌঁছান দ্বিতীয় ক্যাম্পে। আবার বেস ক্যাম্পে ফিরে আসেন। পিয়ালীর সঙ্গে অভিজ্ঞ পর্বতারোহী দাওয়া শেরপা রয়েছেন। এভারেস্ট জয় করে এবার ক্যাম্প ৪-এ ফিরে বিশ্রাম নেবেন। তবে অভিযান এখানেই শেষ নয়। এরপর অক্সিজেনের সাহায্য ছাড়াই মাউন্ট লোৎসের দিকে এগিয়ে যাবেন তিনি। 

Share This Article


ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি!

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস।

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

৪৬ হাজার কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরাইল!

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

গুলিতে আমার কান ফুটো হয়ে গেছে: ট্রাম্প

গাজায় ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইদ্দত মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

তিন ক্রু নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তেই বেরিয়ে এলো লাশের পর লাশ