ভারতসহ আরও ১৫টি দেশে সৌদি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৬, রবিবার, ২২ মে, ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯

করোনাভাইরাসের বিস্তাররোধে ভারতসহ আরও ১৫টি দেশে নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।
সৌদির ডিরেক্টরেট জেনারেল অফ পাসপোর্ট (জাওয়াজত)বরাতে খবরটি প্রকাশ করেছে দ্য সিয়াসাত ডেইলি। নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করা দেশগুলোর মধ্যে রয়েছে- লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, রাশিয়া এবং ভেনিজুয়েলা।
কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটিতে এমন ঘোষণার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরবে কোভিড-১৯ ঢেউ নতুন করে আবার ফিরে এসেছে। দেশটির মেডিক্যাল কর্তৃপক্ষ ১৭ মে কোভিড-১৯-এর ৬২১টি নতুন কেস রেকর্ড করেছে।
বিষয়ঃ
বিশ্ব সংবাদ
সৌদি আরব