এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি কলঙ্কজনক: লা লিগা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪৩, রবিবার, ২২ মে, ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯

স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপ্পেকে শেষ পর্যন্ত পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। পিএসজির লোভনীয় প্রস্তাবের টোপ গিলেছেন এমবাপ্পে। আরও তিন বছর পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

 

মার্কার খবর, লা লিগা চ্যাম্পিয়নদের ‘না’ করে দিয়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ইতোমধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।

এদিকে এমবাপ্পের সঙ্গে পিএসজির এই চুক্তিকে ‘কলঙ্কজনক’ বলে আখ্যায়িত করেছে স্পেনের লা লিগা কর্তৃপক্ষ।

এই চুক্তির জন্য পিএসজির বিপক্ষে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) কাছে অভিযোগও করবে লা লিগা।

এক বিবৃতিতে লা লিগা বলেছে, ‘এ ধরনের চুক্তি ইউরোপিয়ান ফুটবলের ভারসাম্য নষ্ট করে। শত শত কাজের জায়গা এবং ক্রীড়াসুলভ ঐক্য এখানে হুমকির মুখে পড়ে। শুধু ইউরোপেই না ঘরোয়া লিগেও এর প্রভাব থাকে। ’

‘এটি কলঙ্কজনক বিষয় যে, গত মৌসুমে পিএসজি ক্লাব ২২০ মিলিয়ন পাউন্ডের বেশি লোকসানের পরেছিল। আর সেই ক্লাব ২০২১-২২ মৌসুমে এমন একটি চুক্তি করে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ওপরের সব কিছুর জন্য, লা লিগা ইউরোপীয় ফুটবলের অর্থনৈতিক বাস্তুতন্ত্র এবং এর স্থায়িত্ব রক্ষা চালিয়ে যেতে উয়েফা, ফ্রান্সের প্রশাসনিক ও কর কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের উপযুক্ত সংস্থার সামনে পিএসজির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাচ্ছে।’

এ নিয়ে দ্বিতীয়বার রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিলেন এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়ার সময় প্রথম মাদ্রিদের ক্লাবকে ‘না’ করেছিলেন আলোচিত এই ফরোয়ার্ড।

এদিকে পিএসজির জন্য আকাশছোঁয়া দামের চুক্তিটি করতে পেরে উচ্ছ্বসিত এমবাপ্পে।  

এমবাপ্পে ঘনিষ্ঠজনদের বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটি।  পিএসজির সঙ্গে এই দুঃসাহসিক কাজ চালিয়ে যেতে আমি খুশি। আমার শহর প্যারিসে থাকতে পেরে আমি খুশি। আশা করি আপনাদের সবার সাথে যা করতে পছন্দ করি তা চালিয়ে যেতে পারব এবং একসঙ্গে শিরোপা জিতব। অসংখ্য ধন্যবাদ। ’

এদিকে এমবাপ্পেকে ধরে রাখার আনন্দে শনিবার রাতে পার্টি দিয়েছে কাতারের মালিকানাধীন ফরাসি জায়ান্ট পিএসজি। আর প্রথমে আর্লিং হরলান্ডকে পাওয়ার দৌড় থেকে ছিটকে পড়া রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকেও হাতছাড়া করার পর ‘অধিক শোকে পাথর।’

তথ্যসূত্র: স্কাই স্পোর্টস                                                                                                                           

বিষয়ঃ ফিফা

Share This Article

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসীদের গ্রেফতারে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

মিয়ানমারে নিরাপত্তা বৈঠকে বাংলাদেশ!

ইব্রাহিম রাইসির মতো পরিণতি হতে যাচ্ছিল আহমাদিনেজাদের!

অলিম্পিকের প্রথম দুটি সোনা চীনের

মেট্রোরেল নির্মাণে অনেকের ঘাম ও অশ্রু আছে: জাপানের রাষ্ট্রদূত

স্কুল খোলা নিয়ে বৈঠক রোববার, যা জানা গেল

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য চালিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেল চালুর বিষয়ে যা জানালেন ওবায়দুল কাদের

আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ বাহিনী: ধর্মমন্ত্রী

একটি মহল গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী


কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে

কোপা ফাইনালের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে ৪ জন, নেই তারকা খেলোয়াড়

কোপা ফাইনাল: ডি মারিয়ার সঙ্গে শেষদিন হতে পারে মেসিরও

ফাইনাল নিয়ে ‘চাপ’ নেই, শান্ত আছেন মেসি

সাকিব-আফ্রিদিদের ‘এলিট ক্লাবে’ স্টোকস

বিয়ের পিঁড়িতে বসেছেন রিশাদ হোসেন, পাত্রী কে

‘বিশ্বকাপ শেষেই বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল’

সর্বকনিষ্ঠ গোলদাতা ফুটবলার ইয়ামাল

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, জানাল বিসিসিআই

উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া

দাপুটে জয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা