নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:১৯, রবিবার, ২২ মে, ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩০৩ কোটি টাকারও বেশি অর্থ পাচারের মামলায় বিশ্বদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যের করা আগাম জামিন আবেদন সরাসরি খারিজ করে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
শাহবাগ থানাকে এই আসামিদের এখনই গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার চার আসামির আগাম জামিনের আবেদনের ওপর তিন দিন শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।