মূল্যছাড়ে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের প্রশংসায় ইমরান

মার্কিন চাপের মুখে মাথানত না করে রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কিনছে ভারত। দেশবাসীর স্বার্থে এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারতের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের ক্ষমতায় থাকাকালীন স্বাধীন পররাষ্ট্রনীতির সাহায্যে তার সরকারও একই কাজ করেছিল। তবে বর্তমান সরকার এ কাজ করছে না বলে জানান তিনি।
রবিবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার ডিজেল ও পেট্রোলের ওপর থেকে শুল্ক কমানো পরপরই টুইটারে ভারতের প্রশংসা করেন ইমরান। শুল্ক কমানোর পর পেট্রোলের দাম প্রতি লিটারে ৯.৫ ও ডিজেলের দাম ৭ রুপি কমেছে।
এক টুইট বার্তায় ইমরান বলেন, কোয়াডের সদস্য হওয়া সত্ত্বেও ভারত মার্কিন চাপের মুখে মাথানত না করে যেভাবে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তা সত্যিই প্রশংসার দাবিদার। ভারত সরকার দেশবাসীর স্বার্থে কম দামে রাশিয়া থেকে তেল কিনছে। আমাদের সরকারও স্বাধীন পররাষ্ট্রনীতির সাহায্যে এ লক্ষ্যে কাজ করছিল।
বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে অভিযোগ তুলে ইমরান আরও বলেন, মীরজাফর ও মীর সাদিক বৈদেশিক শক্তির কাছে মাথানত করেছে। এর ফলে সরকার পরিবর্তন হয়েছে। এখন তারা নিয়ন্ত্রণহীন অর্থনীতি নিয়ে মাথাহীন মুরগির মতো দৌড়ে বেড়াচ্ছে।