কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে বদলে যাবে মুন্সিগঞ্জ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আগামী ডিসেম্বরে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাইলিং ও দেয়াল নিমার্ণ কাজ সম্পন্ন হবে। এখানে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, এটা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে নিয়েছি। বিভিন্ন কারণে কিছুটা থেমে থাকলেও এখন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এটা সম্পন্ন হলে মুন্সীগঞ্জের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এটাকে ঘিরে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
তিনি জানান, উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালি, কামাড়কান্দা ও চিত্রকোট মৌজার ৩০৮.৩৩ একর জমিতে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন প্রকল্প অনুমোদন দেয় একনেক। এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩ কোটি টাকা। ২০২১ সালে জমি ভরাটের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। আগামী সেপ্টেম্বরের মধ্যে বালু ভরাটের কাজ শেষ হলে ডিসেম্বরের মধ্যে পাইলিং ও দেয়াল নিমার্ণ কাজ শেষ করতে হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিকের চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান, আঞ্চলিক পরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত সচিব নূরুল আলম, যুগ্ম সচিব আনোয়ারুল আলম, উপসচিব হারুন অর রশিদ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান।