আরামকো: বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ‘মুসলিম’ কোম্পানি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১১, শনিবার, ২১ মে, ২০২২, ৭ জ্যৈষ্ঠ ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

মোহাম্মাদ এনামুল হক এনা: বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী কোম্পানিটির নাম ‘আরামকো’। চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চে সৌদির  এ তেল কোম্পানিটির লাভ ছাড়িয়েছে ৮০ শতাংশের বেশি।

সৌদি আরবীয়ান তেল কোম্পানি নামে পরিচিত আরামকোর প্রথম প্রান্তিকে নেট আয় দাঁড়িয়েছে ৩৯ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের ২১ দশমিক সাত বিলিয়ন ডলারের চেয়ে বেশি।

 

ইউক্রেনে রাশিয়ার হামলার পরে তেলের দামে অস্থিরতা বাড়ায় এ সাফল্য পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের বলেন, অপরিশোধিত তেলের দাম ও বিক্রির পরিমাণ বৃদ্ধির কারণে এই লাভ হয়েছে।  জ্বালানি নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ, তেল ও গ্যাসের উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছি।

উল্লেখ্য, সম্পদের দিক দিয়ে প্রযুক্তি কোম্পানি ‘অ্যাপল’কে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন সৌদি আরামকো।

Share This Article