সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিনের ছুটি
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ রাত ০৮:১৩, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ২৯ অগ্রহায়ণ ১৪২৮

ফাইল ফটো
সাপ্তাহিক দু’দিনসহ বিজয় দিবসের ছুটির সঙ্গে মোট তিন দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আগামী ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় দিবসের ছুটি। এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ ডিসেম্বর) দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকুরেরা। এরমধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ১৬ ডিসেম্বর দেশে সাধারণ ছুটি থাকে।
টানা তিনদিনের ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেল স্টেশনে যাত্রী বেড়েছে। অনেকে আগেই ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে।
বিষয়ঃ
বাংলাদেশ