বর্জ্য দিয়ে হবে সার, ডিজেল ও বিদ্যুৎ!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৪৫, শনিবার, ২১ মে, ২০২২, ৭ জ্যৈষ্ঠ ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বর্জ্য দিয়ে জ্বালানি তেল, কম্পোস্ট সার ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ চলছে। জানা যায়, প্রকল্পের আওতায় প্রতিদিন ৩৭৫ টন বর্জ্য দিয়ে ১৫ টন জৈব সার, ৩০০ কিলোওয়াট বিদ্যুৎ এবং প্রায় ৫ হাজার লিটার ডিজেল উৎপাদন করা হবে।

 

খুলনার দৌলতপুর-শাহপুর সড়কের শলুয়া বাজারের কাছে ১৭ একর জমিতে নির্মাণ হবে প্রকল্পের এই কেন্দ্র। এটি নির্মাণে ব্যয় হবে ৫৫ কোটি টাকা। পুরো টাকাই দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি।

ইতোমধ্যে বর্জ্য দিয়ে সার ও জ্বালানি তেল (ডিজেল) তৈরির কেন্দ্রের কাজ শুরু হয়েছে। এই কেন্দ্রে প্রতিদিন ২০ টন বর্জ্য দিয়ে সার ও জ্বালানি তেল উৎপাদন করা হবে। ৫ কোটি ২০ লাখ টাকার এ প্রকল্পের কাজ গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ২০২৩ সালের ১৫ জুন শেষ হবে।

এছাড়া বায়োগ্যাস ও কম্পোস্ট প্লান্ট এবং প্লাস্টিক থেকে ডিজেল তৈরির পৃথক দুটি প্লান্ট থাকবে শলুয়ায়। উৎপাদিত বিদ্যুৎ প্লান্টেই ব্যবহার করা হবে। এসব প্লান্টের কর্মকর্তা-কর্মচারীদের বেতন সার ও ডিজেল বিক্রি করে দেয়া হবে। ২০২৪ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হবে।

উল্লেখ্য, প্রকল্পটি গত ১২ মে 'ইন্টিগ্রেটেড ল্যান্ডফিল অ্যান্ড রিসোর্চ রিকভারি ফ্যাসিলিটি শলুয়া' নামে চূড়ান্ত অনুমোদন দিয়েছে এডিবি।

Share This Article


দ্বিতীয় দিনের শুনানি, শুরুতেই প্রার্থিতা ফিরে পেলেন ৬ জন

দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু, সমর্থকদের নিয়ে ইসিতে প্রার্থীরা

জাতীয় নির্বাচনের আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

শিগগিরই ভারত থেকে আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ

ব্যালট বাক্স ছিনতাই হলে ভোট বন্ধের নির্দেশ

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান, ওআইসি ও আরব লীগ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যারা

দুই পুলিশ কমিশনার, পাঁচ এসপি ও এক ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আদম তমিজীকে রিহ্যাবে পাঠিয়েছে ডিবি

এ বছর নিপাহ ভাইরাসে ১০ জনের মৃত্যু

১৩ দেশে মার্কিন ‘নিষেধাজ্ঞার খড়গ’, যে কারণে নেই বাংলাদেশ

যারা আমাদের মানবাধিকার শেখায় তাদের মাস্টার বাংলাদেশ