বিশ্ব বিনিয়োগের তীর্থস্থান এখন বাংলাদেশ !
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৪:০৫, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ২৯ অগ্রহায়ণ ১৪২৮

বিশ্ব বিনিয়োগের তীর্থস্থান এখন বাংলাদেশ
করোনা মহামারীর আঘাতে বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলো যখন মন্দায় ধুঁকছে, তখন বিনিয়োগের তীর্থস্থান হয়ে উঠছে বাংলাদেশ।
চট্টগ্রামের মিরসরাইয়ে একশ’বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মধ্য দিয়ে বিনিয়োগের জোয়ার আসতে শুরু করেছে বাংলাদেশে।
অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলেছেন, গ্যাস, বিদ্যুৎ, পানি সব সুবিধাই রয়েছে এখানে। ফলে বিশ্ব উদ্যোক্তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই অর্থনৈতিক জোনটি।
শীঘ্রই চীন, জাপান ও যুক্তরাষ্ট্র তাদের শিল্প প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে এখানে।
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ৫০ বছরের যাত্রায় এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাছ, ফল, সবজি উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি বাংলাদেশ।
এ সফলতা এসেছে প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কারণে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
বিষয়ঃ
বাংলাদেশ
শেখ হাসিনা