পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ :
ভুল তথ্য আমলে নিয়েই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশপুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ র্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
প্রতিবাদে বলা হয়, ভুল তথ্য আমলে নিয়েই এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। যথাযথভাবেযাচাই-বাছাই ছাড়াই এ সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এ ঘটনায় বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন সংগঠনের নেতারা।
গত ১৩ ডিসেম্বর সোমবার বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশেরঅন্যতম উন্নয়ন সহযোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে সবসময় বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্করয়েছে। দুই দেশের সরকারি পর্যায় ছাড়াও প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েওএই সুসম্পর্ক বিদ্যমান। বিশেষ করে বৈশ্বিক সন্ত্রাসবাদ, আন্তঃদেশীয় অপরাধ দমন, সাইবার অপরাধসহ নানা ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টসংস্থাসমূহ একযোগে কাজ করে যাচ্ছে।
এমনসৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা আরোপ সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মতে, বাংলাদেশ বিরোধীএকটি চক্র, যারা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিব্রত করতে চায়, দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক বাধাগ্রস্ত করতে চায়; তারাই আন্তর্জাতিক লবিস্ট গ্রুপের সহায়তায় ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্যসরবরাহ করে বাংলাদেশের প্রকৃত অবস্থাকে গোপন করে যুক্তরাষ্ট্র সরকারকে এমন সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করেছে।
এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্র সরকারকে আহবান জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের আশা, এই পদক্ষেপ নিয়ে বাংলাদেশ পুলিশের চলমান আন্তদেশীয় সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমকে বেগবান করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।