রামগড়ে লোকালয়ে ২ বন্যহাতি
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০১:১৫, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ২৯ অগ্রহায়ণ ১৪২৮

লোকালয়ে বন্যহাতি
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লোকালয়ে ঢুকে পড়েছে দুটি বন্যহাতি। বনবিভাগ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও গ্রামবাসী সম্মিলিতভাবে হাতি দুটিকে নিরাপদে গহীনবনে ফেরত পাঠাতে চেষ্টা চালাচ্ছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে হাতি দুটি মানিকছড়ির বাটনালী এলাকায় প্রবেশ করে। হাতি দুটিকে তাদের আবাসস্থলে পাঠাতে সোমবার সকাল থেকে চেষ্টা চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত তা সম্ভব হয়নি। হাতি দুটি লোকালয়ে প্রবেশ করলে গ্রামবাসীদের মধ্যে আতংক সৃষ্টি হয়।
মানিকছড়ি বন রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী জানান, হাতি দুটি পথ হারিয়ে অথবা খাবারের সন্ধানে মানিকছড়ির লোকালয়ে ঢুকে পড়েছে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না মাহমুদ জানান, হাতিগুলোকে নিরাপদে তাদের আবাসস্থলে ফেরত পাঠাতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
বিষয়ঃ
বাংলাদেশ