বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে জর্ডান প্রবাসী নারী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৬, রবিবার, ১৫ মে, ২০২২, ১ জ্যৈষ্ঠ ১৪২৯
ফাইল  ফটো
ফাইল ফটো

বরগুনার পাথরঘাটায় বিয়ের দাবিতে কুয়েত প্রবাসী এক ব্যক্তির বাড়িতে অবস্থান নিয়েছেন জর্ডান থেকে দেশে ফেরা এক নারী।

শনিবার দুপর ১২টা থেকে সে বাড়িতে অবস্থান নেন ওই নারী। তার বাড়ি পিরোজপুরের পাড়েরহাট এলাকায়।

 

ওই নারী জানান, বিয়ে বিচ্ছেদের পর তিনি জর্ডানে গিয়েছিলেন। সেখানে প্রবাসীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে কুয়েত প্রবাসী হাসান নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। হাসানের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে।

তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দেয়ায় হাসানকে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের টাকা দিয়েছেন ওই নারী।

সবশেষে গত রমজান মাসে বিয়ের জন্য ওই নারী দেশে ফিরলেও হাসান এখনও প্রবাসে রয়েছেন। বিয়ের জন্য চাপ দিলে হাসানের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

একপর্যায়ে হাসান সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। তাই বাধ্য হয়ে তার বাড়িতে অবস্থান করছেন বলে জানান ওই নারী।

হাসানের মা ফাতিমা বেগম বলেন, ‘হাসানের কোনো প্রেমের সম্পর্কের কথা জানি না। তার সঙ্গে কথা বলে পারিবারিকভাবে সমাধান করা হবে। এর জন্য ওই নারীর পরিবারের সদস্যদের বরগুনায় নিয়ে আসতে বলা হয়েছে।’

কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম নাসির জানান, ব্যস্ততার কারণে হাসানের বাড়িতে যেতে পারেননি তিনি। তবে স্থানীয় ইউপি সদস্যকে দিয়ে খোঁজখবর নিয়েছেন।

পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তি না করতে পারলে পরে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


খেজুর রস আহরণে গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ, দেখা যাবে ফেসবুক লাইভে

বাসে আগুনের বর্ণনা দিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন হেলপার

অবরোধে দূরপাল্লার বাস চলাচলও বাড়ছে

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন

দৃশ্যমান হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

রাজশাহীর সড়কে ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ ভারতীয় প্রকৌশলী নিহত

একই জমিতে বিভিন্ন ফসলের চাষে ঝুঁকছেন কৃষক

মা কে হত্যার দায়ে সন্তানের যাবজ্জীবন

নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ