যে কারণে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে ‘দ্বিমুখী’ বলল চীন

অনলাইন ডেস্ক:
জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে দ্বিমুখী সংগঠন হিসেবে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান। বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা রাশিয়ার বিরুদ্ধে একটি রেজ্যুলেশন পাস করে। যার মাধ্যমে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে সংগঠনটি।
আর রাশিয়ার বিরুদ্ধে এই রেজ্যুলশন পাস হওয়ার কারণে সংগঠনটিকে দ্বিমুখী বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, মানবাধিকার সংস্থা যখন কিছু দেশের বিরুদ্ধে নিয়মিত অধিবেশন আয়োজন করছে, সেখানে অন্য কিছু দেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।
তিনি কিছু দেশে বর্ণ বৈষম্য, অস্ত্র সহিংসতা, তথ্য অপরাধ এবং অভিবাসী প্রত্যাশীদের ওপর চালানো অত্যাচার নিয়ে মানবাধিকার সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার সংস্থায় যে রেজ্যুলেশন পাস হয়েছে সেটির বিরুদ্ধে ভোট দিয়েছিল চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন কেন চীন এর বিরুদ্ধে ভোট দিয়েছে।
এ ব্যাপারে মুখপাত্র ঝাও লিজান বলেন, মানবাধিকার সংস্থায় দ্বিমুখী রাজনীতিকরণ এবং টার্গেট করে নির্দিষ্ট দেশের বিরুদ্ধে কর্মকান্ড বেড়ে গেছে। আর এ কারণে চীন ইউক্রেনের ইস্যু নিয়ে তোলা ইউক্রেনের রেজ্যুলেশনের বিরুদ্ধে ভোট দিয়েছে।
সূত্র: সিএনএন