জটিল রোগ অ্যানুরিজমে আক্রান্ত শি জিনপিং! কী এই রোগ?

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৩১, বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ২৯ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে জটিল কোনও রোগে আক্রান্ত হয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং! তবুও চিনের সংবাদমাধ্যম এতদিন প্রেসিডেন্টের শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও বিবৃতি দেয়নি।

 

কিন্তু দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক শুরু হওয়া পর্যন্ত লম্বা সময় ধরে কোনো বিদেশি নেতা বা প্রতিনিধির সাথে সাক্ষাৎ বন্ধ রেখেছিলেন শি। এরপর থেকেই তার জটিল কোনো রোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হতে থাকে।

এবার জানা গেল মস্তিষ্কের জটিল একটি রোগে আক্রান্ত এই নেতা, যার নাম ‘সেরিব্রাল অ্যানুরিজম’ বা ‘ব্রেন অ্যানুরিজম’।

এই রোগের বিষয়ে খুব কম মানুষই জানেন। এটি বেশ বিরল রোগ হিসেবেও পরিচিত। কী এই ব্রেন অ্যানুরিজম?

জনস হপকিন্স মেডিসিন সেন্টার বলছে, ‘সেরিব্রাল অ্যানুরিজমে’ মস্তিষ্কের ধমনীর ভিতরের রক্তবাহ বেলুনের মতো অস্বাভাবিক ভাবে ফুলে ওঠে। যদি এই ফোলা ভাব বজায় থাকে ও রক্তবাহ খুব পাতলা হয়ে যায়, তাহলে ধমনী ফেটে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। সেই কারণেই এই অসুখকে প্রাণঘাতী বলে ধরা হয়।

এই অসুখের লক্ষণ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, অধিকাংশ ক্ষেত্রেই এই অসুখের কোনও লক্ষণ নেই। কেননা এর দৈর্ঘ্য ১০ মিলিমিটারেরও কম থাকে।

তবে কিছু লক্ষণের কথাও বলেছেন তারা। এর মধ্যে রয়েছে মাথাব্য়থা (এটি একেবারেই বিরল), চোখে ব্যথা, দৃষ্টিশক্তির পরিবর্তন ও চোখের দৃষ্টিরেখার নড়াচড়া নষ্ট হয়ে যাওয়া। তবে অ্যানুরিজম ধরা পড়লে দেখা যায়, আক্রান্তের ঘাড় শক্ত হয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের মধ্যে গা গোলানো, বমি ভাব, ঝিমুনি দেখা যায়। সেই সঙ্গে পিঠে ও পায়ে ব্যথা হয়। দেহের ভারসাম্য হারানোও এই অসুখের আক্রান্ত হওয়ার আরেক লক্ষণ। তবে অধিকাংশ সময়ই কোনও লক্ষণ দেখা যায় না।

নির্দিষ্টভাবে তেমন কোনো কারণ না থাকলেও বার্ধক্য, উচ্চ রক্তচাপ, ধূমপান ও মদ্যপানের অভ্যাস এই রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। পাশাপাশি জন্মের সময় নবজাতকের বিশেষ কিছু রোগ থাকলে ভবিষ্যতে এই রোগের আশঙ্কা থেকে যায় বলেও জানান তারা। পরিসংখ্যান অনুযায়ী, পুরুষদের তুলনায় নারীদের এই রোগের ঝুঁকি বেশি।

সূত্র: এনডিটিভি, সংবাদ প্রতিদিন

বিষয়ঃ চীন

Share This Article

মহামারি রূপ নিতে পারে নিপাহ ভাইরাস, কাঁচা রসে নিষেধাজ্ঞা

ইসির সঙ্গে বৈঠকে সেনা কর্মকর্তারা

পেঁয়াজের দাম নিয়ে কারসাজি, জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে ১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে

কুমিল্লার মুরাদনগরে জনপ্রিয় হচ্ছে মরুর ফল সাম্মাম চাষ

টাঙ্গাইলের মধুপুর গড়ে গ্রামীণ জনপদে মাসকলাই চাষ

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

৪০ আসনে ছাড় চায় জাতীয় পার্টি, থাকতে পারবে না স্বতন্ত্র প্রার্থীও

পেঁয়াজ ইস্যুতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বোয়িং বিক্রির প্রস্তাব পিটার হাসের, বাংলাদেশ চায় নিউইয়র্ক ফ্লাইট


ইয়েমেনের ড্রোন ভূপাতিত করল ফ্রান্স

পাকিস্তানে দুর্নীতির শীর্ষে পুলিশ: টিআইপির জরিপ

ভারতে সন্তানকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা

পাউডার খাওয়ায় নেশা যে নারীর

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

আটক ফিলিস্তিনিদের নগ্ন করার পক্ষে সাফাই নেতানিয়াহুর উপদেষ্টার

সমুদ্র পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ায় আরও ৪০০ রোহিঙ্গা

ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি হুথিদের

গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে, হুঁশিয়ারি জাতিসংঘের

‘সন্ত্রাসবাদ’ নিয়ে যা স্বীকার করল পাকিস্তান

সাহায্য ছাড়া মৃত্যুপুরীতে পরিণত হবে ইউক্রেন: জেলেনস্কির স্ত্রী

ফের সবচেয়ে জনপ্রিয় মোদি, ধারেকাছে নেই বাইডেন-ট্রুডো