পশ্চিমা ছাড়া রাশিয়ার যথেষ্ট জ্বালানি ক্রেতা আছে: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, 'পশ্চিমা দেশগুলো ছাড়া রাশিয়ার তেল ও গ্যাস কেনার যথেষ্ট ক্রেতা আছে।'
বুধবার (১১ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ল্যাভরভ বলেন, 'পশ্চিমরা রাশিয়ান ফেডারেশনকে যে অর্থ প্রদান করতো তার চেয়ে বেশি অর্থ প্রদান করুক এবং তাদের জনগণকে ব্যাখ্যা করুক কেন তারা আরও দরিদ্র হবে।'
রুশ পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের ওমান সফরে রয়েছেন। বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। সেখানে সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরও বলেন, ইউরোপে যুদ্ধ চায় না মস্কো। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা শক্তি রাশিয়াকে পরাজিত করতে চায়।
ল্যাভরভ বলেন, 'আপনি যদি ইউরোপে যুদ্ধের সম্ভাবনা নিয়ে চিন্তিত হন- আমরা এটি মোটেই চাই না।'
এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তবে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, পশ্চিমারা ক্রমাগত এবং অবিরামভাবে বলছে এই পরিস্থিতিতে রাশিয়াকে পরাজিত করা প্রয়োজন।'