সারা দেশে অভিযান চালিয়ে এক লাখ ৮০ হাজার ৯৬৯ লিটার ভোজ্য তেল উদ্ধার
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫০, বুধবার, ১১ মে, ২০২২, ২৮ বৈশাখ ১৪২৯

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ৫৮টি অভিযানে মজুদকৃত এক লাখ ৮০ হাজার ৯৬৯ লিটার ভোজ্য তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই সঙ্গে ১১৪টি প্রতিষ্ঠানকে ২১ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস কালের কণ্ঠকে বলেন, বুধবার সারা দেশে ভোক্তা অধিকারের ৫৮টি টিম অভিযান চালিয়েছে। অভিযানে মজুদকৃত এক লাখ ৮০ হাজার ৯৬৯ লিটার ভোজ্য তেল উদ্ধারসহ ১১৪টি প্রতিষ্ঠানকে ২১ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাদের অভিযান কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।
বিষয়ঃ
বাংলাদেশ