হাসপাতালে ভর্তি সাবেক খাদ্যমন্ত্রীর জন্য মেডিক্যাল বোর্ড গঠন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০১, বুধবার, ১১ মে, ২০২২, ২৮ বৈশাখ ১৪২৯

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আজ বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে অন্তত ১০ বার ফুড পয়জনিং হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখনো স্থিতিশীল হয়নি। তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। সুচিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

 

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কামরুল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের অবস্থা এখনো স্থিতিশীল নয়। সকালে তাঁর অন্তত ১০ বার ফুড পয়জনিং হয়েছে। ভর্তির পর তাঁকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। বিপি কমে গেছে। তাঁর জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সুচিকিৎসার জন্য অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট ৯ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা দেখছেন।

একটি সূত্রে জানা গেছে, সাবেক এই মন্ত্রী গত মঙ্গলবার রাজশাহীতে যান। আজ বুধবার সকালে রাজশাহী আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের সঙ্গে তার বৈঠকের কথা ছিল। রাজশাহী বারের নির্বাচন উপলক্ষে তিনি আওয়ামী আইনজীবীদের সঙ্গে বৈঠক করতে রাজশাহীতে যান।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

রওশন এরশাদের নির্বাচন না করার সিদ্ধান্ত তার ব্যক্তিগত: ওবায়দুল কাদের

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় পিছিয়ে ১২ ডিসেম্বর

মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

গাজীপুরে ককটেল ফাটিয়ে ২ কাভার্ডভ্যানে আগুন

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের ৪৪২ টহল দল

২৮০ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূল বিএনপির

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন

যাত্রাবাড়ী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিএনপি-জামায়াতের নির্বাচনে বাধা দেওয়া নিয়ে পশ্চিমারা নীরব: ওবায়দুল কাদের