শুল্ক ছাড়াই ১০ হাজার ডলার বহন করতে পারবেন প্রবাসীরা!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৯, বুধবার, ১১ মে, ২০২২, ২৮ বৈশাখ ১৪২৯

বিদেশ থেকে আসার সময় কর্তৃপক্ষকে না জানিয়ে সর্বোচ্চ ১০ হাজার ডলার দেশে আনা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১০মে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, এর চেয়ে বেশি পরিমাণ অর্থ আনলে ঘোষণা দিতে হবে, গুনতে হবে শুল্ক।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে আগত যাত্রী সঙ্গে নিয়ে আসা বিদেশি মুদ্রার পরিমাণ অনধিক ১০ হাজার মার্কিন ডলার হলে শুল্ক কর্তৃপক্ষের নিকট ঘোষণা প্রদানের প্রয়োজন নেই।

উল্লেখ্য, এর আগে প্রবাসীরা বিদেশ থেকে সঙ্গে ন্যূনতম পাঁচ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা আনতে পারতেন।

Share This Article