ঘূর্ণিঝড় ‘অশনি’ থেকে শঙ্কামুক্ত বাংলাদেশ
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০১:০৯, বুধবার, ১১ মে, ২০২২, ২৮ বৈশাখ ১৪২৯

ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই। বুধবার (১১ মে) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূলে আঘাতে হানতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে এরইমধ্যে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বেড়েছে বাতাসের গতিবেগ। উত্তাল রয়েছে সাগর। পাশাপাশি বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। দমকা বাতাস আর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতও হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পায়রাসহ বন্দরসমূহকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
বিষয়ঃ
আবহাওয়া