ট্রেনে কাটা পড়ে দুজনের মর্মান্তিক মৃত্যু

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৬, মঙ্গলবার, ১০ মে, ২০২২, ২৭ বৈশাখ ১৪২৯
ফাইল  ফটো
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে পড়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনের নিচে পড়ে একজন মারা যান। অপরজন সকাল ৯টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মারা যান।

এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সিলেটের জগন্নাথপুরের কাইয়ুম মিয়া। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

এঘটনার খবর পেয়ে আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার নুরুন্নবী ফোনে জানান- আশুগঞ্জ রেলস্টেশনের অদূরে ২৫নম্বর সেতু এবং যাত্রাপুর কেবিন মসজিদের নিকট পরপর দুটি ট্রেনের নিচে পড়ে দুজন অজ্ঞাতপরিচয় মারা গেছে।খবর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টায় লাশের সুরতহাল  রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠাই।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাড়ির ইনচার্জ সালাউদ্দিন নোমান বলেন, ময়নাতদন্ত শেষে স্বজনদের খোঁজ পেলে লাশ হস্তান্তর করা হবে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article