ফেলে দেয়া মাস্ক দিয়ে বুয়েট শিক্ষার্থীদের বাজিমাত!
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০১:২৬, সোমবার, ৯ মে, ২০২২, ২৬ বৈশাখ ১৪২৯

বিশেষ প্রতিবেদক : ব্যবহারের পর ফেলে দেওয়া মাস্ক থেকে কংক্রিট তৈরির উপায় বের করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী।
সম্প্রতি আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) আয়োজিত ‘কংক্রিট সলিউশন’ প্রতিযোগিতায় এ প্রকল্প উপস্থাপন করেছেন তারা। এতে তাক লাগিয়ে প্রতিযোগীতায় ‘মোস্ট ইনোভেটিভ’ বিভাগে উদ্ভাবনী নকশার পুরস্কারও তারা জয় করেন।
করোনাকালে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে পলিপ্রোপিলিন নামক পদার্থ দিয়ে তৈরি নীলরঙা সার্জিক্যাল মাস্ক। ব্যবহারের পর ফেলে দিলে সেটি মাটির সঙ্গে মিশতে সময় লাগে অনেক বছর। ফলে দূষিত হয় পরিবেশ। আর এ পরিবেশ দূষণ রোধ করতে ফেলে দেওয়া মাস্ক থেকে কংক্রিট তৈরির উপায় বের করেন তারা।
উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় প্রকল্প জমা দিয়েছিল।