অপহৃত সেই জেএসএস নেতার লাশ পাওয়া গেলো মাটির নিচে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০০, সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ২৮ অগ্রহায়ণ ১৪২৮
প্রুশে থোয়াই মারমার লাশ
প্রুশে থোয়াই মারমার লাশ

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপহরণের শিকার জনসংহতি সমিতি (জেএসএস) মূল সংগঠনের সম্পাদক প্রুশে থোয়াই মারমার (৩৬) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের দুর্গম আমতলীপাড়া এলাকায় মাটির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম প্রুশে থোয়াই মারমা (৩৬)। তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন  জনসংহতি সমিতি (জেএসএস) মূল সংগঠনের বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। প্রুশে থোয়াই মারমা ডলুপাড়া বাসিন্দার অংসা চিং মারমার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রোববার রাতে তাকে কুহালং ইউনিয়ন থেকে অস্ত্রের মুখে অপহরণ করেছিলেন পাহাড়ে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মগ বাহিনী (এমএলপি) সদস্যরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, অপহৃত জেএসএস নেতার লাশ উদ্ধার করা হয়েছে মাটির নিচ থেকে। হত্যাকারী কারা বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এদিকে রোববার রাতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) মূল সংগঠনের সশস্ত্রদের সঙ্গে মগ বাহিনী প্রকাশ মগ লিবারেশন পার্টি (এমএলপি) সদস্যদের গোলাগুলি হয়। দুপক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


সাঁতার শিখতে গিয়ে পদ্মায় প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামে ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৭

নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা-ছেলে নিহত, আহত মা

চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই: ইসি আলমগীর

পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

নাফ নদ দিয়ে বাংলাদেশে ঢুকল মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য

দাবদাহে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি

চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ: হিট এলার্ট জারি

ধান শুকানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত অর্ধশত