জেট ফুয়েলের দাম বাড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দিচ্ছে নাইজেরিয়া
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ১২:০২, রবিবার, ৮ মে, ২০২২, ২৫ বৈশাখ ১৪২৯

জেট ফুয়েলের দাম বাড়ায় সোমবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দিচ্ছে নাইজেরিয়ার এয়ারলাইন্সগুলো।
এয়ারলাইন অপারেটর্স অব নাইজেরিয়া (এওএন) জানিয়েছে, ‘এ বছরে জেট ফুয়েলের দাম চারগুণ বেড়েছে। বিশ্বের কোনো এয়ারলাইন এত অল্প সময়ে এত বেশি দাম বৃদ্ধির বিষয়টি সামলে উঠতে পারবে না।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর নাইজেরিয়াসহ সারা বিশ্বেই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।
এয়ারলাইন অপারেটর্স অব নাইজেরিয়া দেশটির নয়টি অভ্যন্তরীণ বিমান সংস্থার প্রতিনিধিত্ব করে। তারা জানিয়েছে, বিমান সংস্থাগুলো গত চার মাস ধরে ভর্তুকির ওপর চলছে।
গত মার্চ থেকে জেট ফুয়েলের ঘাটতির কারণে নাইজেরিয়ায় বহু ফ্লাইট বাতিল কিংবা বিলম্ব হয়েছে। কয়েকটি রুটে টিকিটের দামও বাড়ানো হয়েছে।
সূত্র : বিবিসি
বিষয়ঃ
বিশ্ব সংবাদ