ভারতে বাবার হাতে ধর্ষণের ভিডিও দেখিয়ে বিচার চাইলেন মেয়ে

মেয়েকে ধর্ষণের পরই বাবার হুমকি— এ কথা যেন কেউ না জানতে পারে। কিন্তু তিনি জানতেন না, ততক্ষণে তার কুকীর্তি গোপন ক্যামেরায় রেকর্ড হয়েছে।
এর পর মেয়েই ধর্ষণের ভিডিও প্রকাশ্যে আনার মাধ্যমে বাবার আসল রূপ প্রকাশ করলেন। সেই সঙ্গে চাইলেন ন্যায়বিচারের।
ভারতের বিহারের সমস্তিপুরে এ ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে এরই মধ্যে ৫০ বছরের বাবাকে পুলিশ গ্রেফতার করেছে।
১৮ বছরের নির্যাতিতা তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় শিক্ষক। সমস্তিপুরের রোসেরার বাসিন্দা। নির্যাতিতার মা এবং মামাও ধর্ষণের কথা জেনেছিলেন এবং অভিযোগ না জানিয়ে ঘটনাটি গোপন রাখার জন্য চাপ দিয়েছিলেন।
বিহারের পুলিশ কর্মকর্তা শাহিয়ার আখতার শনিবার বলেন, ওই পোস্ট এবং ভিডিও দেখে প্রথমে আমরা স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছিলাম। তার মেয়েও লিখিতভাবে ধর্ষণের কথা জানিয়েছেন।