ইউক্রেন যুদ্ধে লাভে আছে যুক্তরাষ্ট্র, অস্ত্রের টাকা পরিশোধ করতে হবে পরবর্তী প্রজন্মকে

রাশিয়ার নিম্ন কক্ষের স্পিকার ভায়াচেসলাভ ভোলোদিন দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে লাভ খুঁজছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনকে ঋণের জালে জর্জরিত করছে।
যে ঋণ ইউক্রেনের পরবর্তী প্রজন্মকে শোধ করে যেতে হবে।
তার দাবি এখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দিচ্ছে। কিন্তু এটি পরবর্তীতে আদায় করে নেবে।
এ ব্যাপারে ভায়াচেসলাভ ভোলোদিন বলেন, লেন্ড-লিস হলো একটি পণ্য সংক্রান্ত লোন। এটি সুলভ নয়। যুক্তরাষ্ট্র যত অস্ত্র, সরঞ্জাম ও খাবার দেবে তার দাম ইউক্রেনের কয়েকটি পরবর্তী প্রজন্মকে শোধ করে যেতে হবে।
নিম্ন কক্ষের স্পিকার ভায়াচেসলাভ ভোলোদিন আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ইউক্রেনকে একটি ঋণের কূপের ভেতর নিয়ে যাচ্ছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনকে সহায়তা করার জন্য কংগ্রেসের কাছে আরও ৩৩ বিলিয়ন ডলার চান।
এই ৩৩ বিলিয়ন ডলারের মধ্যে ২০ বিলিয়ন ডলার চেয়েছেন শুধমাত্র সামরিক খাতে খরচ করার জন্য।
সূত্র: দ্য গার্ডিয়ান