৫ থেকে ১২ বছর বয়সীদের টিকা জুনে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫২, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১৭ বৈশাখ ১৪২৮
ফাইল  ফটো
ফাইল ফটো

মানিকগঞ্জ প্রতিনিধি:
আগামী জুন মাসে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের বিশেষভাবে তৈরি ফাইজারের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মা-বাবাদের বলবো শিশুদের জন্মনিবন্ধন করে ফেলতে এবং জন্মনিবন্ধন দিয়ে করোনা টিকার রেজিস্ট্রশন করতে, যাতে টিকা নিতে সমস্যা না হয়।’ শুক্রবার (২৯ এপ্রিল) মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শিশুদের জন্য এই টিকা বিশেষ ধরনের ফাইজার টিকা। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেয়েছি এবং ইতোমধ্যে ৩০ লাখ  টিকা আমাদের কাছে এসে পৌঁছেছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রায় ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। সেইসঙ্গে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রশংসিত হয়েছে। আমরা সঠিক সময়ে করোনার টিকা দিতে পেরেছি বলে মৃত্যুর হার এতো কম হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সব উপজেলা চেয়ারম্যান,  বিভিন্ন অফিসের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

বিষয়ঃ WHO কোভিড-১৯

Share This Article

মহামারি রূপ নিতে পারে নিপাহ ভাইরাস, কাঁচা রসে নিষেধাজ্ঞা

ইসির সঙ্গে বৈঠকে সেনা কর্মকর্তারা

পেঁয়াজের দাম নিয়ে কারসাজি, জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে ১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে

কুমিল্লার মুরাদনগরে জনপ্রিয় হচ্ছে মরুর ফল সাম্মাম চাষ

টাঙ্গাইলের মধুপুর গড়ে গ্রামীণ জনপদে মাসকলাই চাষ

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

৪০ আসনে ছাড় চায় জাতীয় পার্টি, থাকতে পারবে না স্বতন্ত্র প্রার্থীও

পেঁয়াজ ইস্যুতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বোয়িং বিক্রির প্রস্তাব পিটার হাসের, বাংলাদেশ চায় নিউইয়র্ক ফ্লাইট