জি২০ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন পুতিন

শীর্ষ অর্থনীতির দেশগুলোর সংগঠন জি২০ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণ পাওয়ার তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জোকো উইদোদো বলেন, ইন্দোনেশিয়া জি২০-কে ঐক্যবদ্ধ করতে চায়। বিভক্ত করা হবে না। বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার এবং উন্নয়নের মূল শর্ত শান্তি এবং স্থিতিশীলতা।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও জি২০ সম্মেলনে যোগদানের আমন্ত্রণের তথ্য জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন। তবে তিনি এই অনুষ্ঠানে যাবেন কিনা তা নিশ্চিত করেননি।
গত ২৩ মার্চ ইন্দোনেশিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত লিউদমিলা ভরোবিওভা জাকার্তায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন— প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্দোনেশিয়ায় আসন্ন জি২০ বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।
তবে এর আগেই বেশ কয়েকটি সদস্য দেশ জি২০ থেকে রাশিয়াকে যোগ দিতে বাধা দেওয়ার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে রুশ রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছিলেন, শুধু জি২০-ই নয়, আরও অনেক সংগঠন রাশিয়াকে বহিষ্কারের চেষ্টা করছে। পশ্চিমের দেশগুলোর এমন কাজ কোন যুক্তিতেই ঠিক হচ্ছে না।