উদ্বোধন জুনেই: পদ্মাসেতুর কাজ মাত্র ৫ শতাংশ বাকি!

নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মাসেতুর নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৯৫ দশমিক ২৫ শতাংশ, আর বাকি আছে মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ।
মাওয়া ও জাজিরার ভায়াডাক্টে ৪৩৮টি সুপার-টি গার্ডারের মধ্যে ৪৩৮টি ও ৮৪টি রেলওয়ে আই-গার্ডারের মধ্যে ৮৪ টিই স্থাপন করা হয়েছে।
সেতুতে বসানো হয়েছে দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাব, ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাব ও পাঁচ হাজার ৮৩৪টি শেয়ার পকেট। ১২ হাজার ৩৯০টি প্যারপেট ওয়ালের মধ্যে ১২ হাজার ২৫৪টি স্থাপন সম্পন্ন হয়েছে।
সেতুর সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ ইতোমধ্যেই শতভাগ শেষ হয়েছে। গ্যাস পাইপলাইন ৪৯ দশমিক ৩৫ ভাগ, ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের কাজ ৬২ ভাগ এগিয়েছে।
আর ওয়াটার প্রুফিং মেমব্রিনের কাজ ১৩ ভাগ, কার্পেটিং-২ দশমিক ৫ ভাগ, মুভমেন্ট জয়েন্ট ৫৯ ভাগ, ল্যাম্পপোস্ট ৯ দশমিক ১৯ ভাগ কাজ এগিয়েছে।
সেতুর মোট ৪১টি ট্রাস রয়েছে, যার সবই ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।এর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
২০২২ সালের জুনেই সেতু দিয়ে যান চলাচল করবে। এদিকে সেতু প্রকল্পের আওতায় নদী শাসনের কাজের অগ্রগতি হয়েছে সাড়ে ৮৬ শতাংশ।